সিলেট সদর উপজেলার ছালিয়া এলাকায় ‘দ্যা গার্ডিয়ান এন্ড অর্ফান ভিলেজ’ গড়ে তোলা হয়েছে। সেখানে রয়েছে ১০০ জন এতিম শিশুর থাকা, খাওয়াসহ অত্যাধুনিক সুযোগ-সুবিধা সংবলিত স্কুল। এ ছাড়া টেকনিক্যাল কলেজ, মসজিদ, ডরমিটরি ও ইনডোর স্পোর্টস ইত্যাদি সুযোগ রয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে কমিউনিটি অ্যাগেইনস্ট পভারটির আর্থসামাজিক প্রকল্প ‘দ্যা গার্ডিয়ান এন্ড অর্ফান ভিলেজ’র উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, চ্যানেল এস-এর চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী ও সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ।