নকলা (শেরপুর) প্রতিনিধি
বজ্রপাত ঠেকাতে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় শেরপুরের নকলা উপজেলা পরিষদ প্রাঙ্গণে তালবীজ বপন করেছে মানবিক সহায়তা যুব সংস্থা। গতকাল সোমবার দুপুরে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুর রহমান।
এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ প্রমুখ উপস্থিত ছিলেন।