শ্রীলঙ্কায় চার জাতির টুর্নামেন্টে শিরোপা জেতার আশা দেখিয়ে প্রথম ম্যাচে ফিফা র্যাঙ্কিংয়ের তলানির দল সিশেলসের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ।
টুর্নামেন্টের ফাইনাল খেলার সম্ভাবনা বাঁচিয়ে রাখতে আজ জয় ছাড়া বিকল্প নেই মারিও লেমোসের দলের। আর এমন ম্যাচেই কি না জামাল ভূঁইয়াদের প্রতিপক্ষ মালদ্বীপ, যাদের বিপক্ষে শেষ চার ম্যাচে পরাজিত দলের নাম বাংলাদেশ। কলম্বোর রেসকোর্স গ্রাউন্ডে র্যাঙ্কিংয়ে ৩১ ধাপ এগিয়ে থাকা দলটির বিপক্ষে ভয়ডরহীন ফুটবল খেলার আহ্বান বাংলাদেশ কোচ মারিও লেমোসের। গতকাল ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘সুযোগগুলো কাজে লাগাতে হবে। ম্যাচটা জিততে চাই। তাই বলে এমন না যে আমরা সব সময় আক্রমণ ঠেকিয়েই যাব। বল আদান-প্রদান বাড়াতে হবে। সাহসী ফুটবল খেলতে হবে। ডি-বক্সে ভালো খেলতে হবে, যা সিশেলসের বিপক্ষে হয়নি।’
সিশেলসের বিপক্ষে হতাশার ড্রয়ে কলম্বোর মাঠকে দুষেছেন বাংলাদেশের ফুটবলাররা। কিন্তু মাঠকে অজুহাত হিসেবে টানতে নারাজ বাংলাদেশ অধিনায়ক, ‘মাঠ দুই দলের জন্যই সমান। সর্বশেষ দুই ম্যাচে নেপাল ও সিশেলসের বিপক্ষে শেষ পাঁচ মিনিটে আমরা গোল হজম করেছি। মালদ্বীপের বিপক্ষে দুই গোল করতে হবে, তাহলে খানিকটা স্বস্তিতে থাকা যাবে।’
বাংলাদেশ সম্পর্কে ভালো ধারণা থাকায় ঘুরে দাঁড়াতে মরিয়া আলী আশফাকরাও। মালদ্বীপ অধিনায়ক বললেন, ‘বাংলাদেশ সম্পর্কে আমরা ভালোই জানি। কাল (আজ) জয়ের জন্যই নামব।’