হোম > ছাপা সংস্করণ

টিকা পাবেন ইপিজেডের ৫ লাখ শ্রমিক

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডে শ্রমিকদের কোভিড-১৯ টিকাদান শুরু হয়েছে। গতকাল বুধবার ইপিক গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং কোং লিমিটেড প্রাঙ্গণে ইপিজেডের মহাব্যবস্থাপক (জিএম) আহসান কবীর ও নারায়ণগঞ্জ সিভিল সার্জন ডা. মো. ইমতিয়াজ এ কার্যক্রমের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদমজী ইপিজেডের বিনিয়োগকারীরা, পুলিশ সুপার (শিল্পাঞ্চল-৪), নারায়ণগঞ্জ আদমজী ইপিজেডের বিভাগীয় প্রধানসহ সব কর্মকর্তা-কর্মচারীরা।

সাতদিনব্যাপি এ কর্মসূচির প্রাথমিক পর্যায়ে গতকাল ৪৯টি কারখানার পাঁচ হাজার শ্রমিকদের টিকা দেওয়া হয়। পর্যায়ক্রমে রেজিস্ট্রেশনের ভিত্তিতে আদমজী ইপিজেডের ৪৯টি কারখানার ৫৪ হাজার ৪৪৬ জন শ্রমিককে এ কর্মসূচির আওতায় এনে ৭টি কেন্দ্রে ১৭ বুথ স্থাপন করে টিকা দেওয়া হচ্ছে।

জিএম আহসান কবির জানান, ‘ইপিজেডে নিরবচ্ছিন্ন উৎপাদন ও রপ্তানি প্রবাহ বজায় রাখার পাশাপাশি নিরাপদে শ্রমিকদের টিকা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ইপিজেডের ৫ লাখ শ্রমিককে টিকাদান কর্মসূচির আওতায় আনার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে যোগাযোগ রাখা হচ্ছে। ’

আহসান কবির আরও বলেন, বেপজার আওতাধীন ইপিজেডের মোট ১ হাজার ৬৩ হাজার ৬৮৬ শ্রমিককে ইতিমধ্যেই টিকা দেওয়া হয়েছে। বাকি শ্রমিকদের টিকাদান প্রক্রিয়া চলমান।

সিভিল সার্জন মো. ইমতিয়াজ বলেন, ‘করোনার ভয়াবহতা এখনো কাটেনি। আপনারা দেশের অর্থনীতি মূল চালিকা শক্তি। আপনারা স্বাস্থ্যবিধি মেনে নির্ভয়ে টিকা নেন।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ