নরসিংদীর রায়পুরা আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থীর বিরুদ্ধে গিয়ে, স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কাজ করার অভিযোগে আরও ৩ আওয়ামী লীগের নেতাকে করে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কার হওয়া নেতারা হলেন, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক প্রদীপ কুমার বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. সেলিম মিয়া ও মহেষপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী। গত শুক্রবার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জি এম তালেব হোসেন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পীরজাদা কাজী মোহাম্মদ আলীর স্বাক্ষরিত ৩টি চিঠিতে বিষয়টি জানানো হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রদীপ কুমার বিশ্বাস ও মো. সেলিম মিয়াকে দলীয় গঠনতন্ত্র ও নির্দেশনা অমান্য করে চান্দেরকান্দি ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী মেজবাহ উদ্দিন খন্দকার মিতুলের পক্ষে কাজ করেছে। মোহাম্মদ আলী
মহেষপুর ইউপিতে বিদ্রোহী প্রার্থী ফরহাদ হোসেন চান মিয়ার পক্ষে কাজ করেছেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফজাল হোসেন বলেন, দলীয় গঠনতন্ত্র ও শৃঙ্খলা ভঙ্গের অপরাধে জেলা কমিটি তাঁদের দল থেকে অব্যাহতি দিয়ে বহিষ্কার করেছে।