নওগাঁর বদলগাছীতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সদস্য পদে ভোটে হেরে গ্রামবাসীকে ভূরিভোজের জন্য দেওয়া গরু-ছাগল ফেরত নিয়েছেন পরাজিত সদস্য প্রার্থী কিয়ামত আলী।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার অনুষ্ঠিত উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ডের সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন চারজন প্রার্থী। কিয়ামত আলী তাঁদের মধ্যে একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন।
জানা গেছে, ৮ নম্বর ওয়ার্ডের চকমথুর, দরিয়াপুর, রামপুর ও ফয়দাবাজ এই চারটি গ্রাম থেকে ভোট পাওয়ার আশায় ভোটারদের দাবি অনুসারে কিয়ামত আলী ভূরিভোজের জন্য নির্বাচনের ১৫ দিন আগে ৩টি গরু ও ৩টি ছাগল কেনেন। তিনি বিভিন্ন জায়গায় গিয়ে কর্মী-সমর্থকদের বাড়ির সামনে তা বেঁধেও রাখেন। ভোটাররা প্রতিশ্রুতি দেন তাঁকে তাঁরা নির্বাচিত করবেন। কিন্তু শর্ত ছিল, তিনি নির্বাচিত হলে ওয়ার্ডের ভোটারদের ভূরিভোজ করাবেন। আর যদি ভোটে হেরে যান তাহলে তিনি ভোটারদের দেওয়া গরু-ছাগল ফেরত নেবেন।
কিন্তু কিয়ামত ভোটারদের দাবি পূরণ করলেও ভোটের দিন আশানুরূপ ভোট পাননি। তাই গত রোববার ভোটগণনার পর তালাচাবি প্রতীক নিয়ে আব্দুল গোফফার ৭৭৪ ভোট পেয়ে ইউপি সদস্য নির্বাচিত হন। কিয়ামত আলী টিউবওয়েল প্রতীকে ১৮৮ ভোট পেয়ে পরাজিত হন। পরাজিত হওয়ায় তিনি ভোটারদের ভূরিভোজের জন্য দেওয়া গরু-ছাগল ফেরত নিতে তাঁদের বাড়িতে আসেন।
এ বিষয়ে জানতে চাইলে সদস্য প্রার্থী কিয়ামত আলী বলেন, ভোটারদের প্রতিশ্রুতি অনুযায়ী তিনি তাঁদের তিনটি গরু ও তিনটি ছাগল ভূরিভোজের জন্য কিনে দেন। কিন্তু তাঁরা তাঁকে নির্বাচিত করেননি। তাই তিনি হেরে যাওয়ার পর সব গরু-ছাগল ফেরত নেন এবং গত বুধবার সতীরহাটে গরুগুলো বিক্রি করে দেন।