কিশোরগঞ্জের কটিয়াদীতে ভলিবল টুর্নামেন্টের ফাইনালে খেলা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকেলে উপজেলার লোহাজুরী ইউনিয়নের চরকাউনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় চরপুক্ষিয়া ধুমকেতু ভলিবল দল নরসিংদী জেলার বড়চাপা ভলিবল দলকে ৯৬-৫৮ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। চরকাউনিয়া ভলিবল স্পোর্টিং ক্লাব এই খেলার আয়োজন করে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লোহাজুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলাম।
খেলার উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এনামুল হক সোহাগ।
খেলায় বিশেষ অতিথি ছিলেন কটিয়াদী রিপোর্টার্স ইউনিটির সভাপতি অধ্যক্ষ ফজলুল হক জোয়ারদার আলমগীর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম, জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক সরকার রাজু, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান প্রমুখ।