মালয়েশিয়ান ক্যাফে চেইন সিক্রেট রেসিপির প্রিমিয়াম ফ্লাগশিপ আউটলেটের গুলশান শাখা গত রোববার উদ্বোধন করা হয়েছে। ফেয়ার গ্রুপের চেয়ারম্যান রুহুল আলম আল মাহবুবের শুভেচ্ছা বক্তব্যের পর ফিতা কেটে শাখাটির উদ্বোধন করেন। এ উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত উল-ইসলাম।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফেয়ার গ্রুপের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) হামিদ আর চৌধুরী, পরিচালক মুতাসিম দায়ান, কমিউনিকেশন অ্যান্ড করপোরেট বিভাগের প্রধান হাসনাইন খুরশীদ, হেড অব মার্কেটিং জে এস তসলিম কবীর, সিক্রেট রেসেপির হেড অব অপারেশন মো. মিরাজ উল ইসলাম ও পেপারনি লিমিটেডের হেড অব বিজনেজ কে এস এম মহিতুল বারী।