যশোরের ঝিকরগাছার বাঁকড়ায় নির্মাণকাজের সময় বিদ্যুতায়িত হয়ে জাহিদুর রহমান (২২) নামে এক যুবকদের মৃত্যু হয়েছে। জাহিদুর বাঁকড়া গ্রামের মতিয়ার রহমানের ছেলে।
গতকাল সোমবার আলিপুর গ্রামে খাঁপাড়া জামে মসজিদে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে মারা যান।
বাঁকড়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মাস্টার আনিস-উর রহমান বলেন, জাহিদুর রহমান আলিপুর খাঁপাড়া জামে মসজিদে নির্মাণকাজ করছিলেন।
দুপুরে রড কাটার সময় বিদ্যুতায়িত হয়ে তিনি মারা যান। জাহিদুর রহমান পরিবারের একমাত্র উপার্জনক্ষম হওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে কোনো অভিযোগ আসেনি বলে জানিয়েছে পুলিশ।