হোম > ছাপা সংস্করণ

টি-ব্যাগের ওপর ছবি আঁকো

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছোট মামার বন্ধু মুকিত এসেছেন বাসায়। ছাদে চায়ের আড্ডা চলছে। তিতলি স্নান সেরে ছবি আঁকার খাতা আর রং-তুলি নিয়ে ছাদে এল। মা তাকে হালকা রোদে বসতে বলেছেন। পাটি বিছিয়ে সে বসল ছবি আঁকতে।

মুকিত বললেন, ‘কী আঁকো তিতলি?’ তিতলি মাথা তুলে বলল, ‘লাল রঙের প্রজাপতি এঁকেছি, এখন রং করব মামা।’ চায়ের কাপ থেকে টি-ব্যাগ তুলতে তুলতে মুকিত বললেন, ‘তোমার পেনসিল ব্যাগে ছোট্ট কাঁচি আছে?’

তিতলি ব্যাগ থেকে কাঁচিটা বের করে দিল। মুকিত টি-ব্যাগের নিচের অংশ কেটে চা-পাতা বের করে গাছের গোড়ায় ছড়িয়ে দিলেন। এরপর টি-ব্যাগটা রোদে শুকাতে দিলেন।

তিতলি প্রশ্ন করল, ‘এই টি-ব্যাগ দিয়ে কী হবে মামা?’

মুকিত হেসে বললেন, ‘এই টি-ব্যাগটা ভালো করে শুকিয়ে নেওয়ার পর তার ওপর ছবি আঁকা যাবে। আবার তুমি চাইলে চা-পাতাসহই টি-ব্যাগ রোদে শুকিয়ে নিতে পারো। শুকানোর পর না হয় চা-পাতা বের করলে। এতে টি-ব্যাগের কাগজে চায়ের রং আসবে। তার ওপর ছবি আঁকবে।’

‘কোন রং দিয়ে ছবি আঁকব টি-ব্যাগের ওপর, তা শিখিয়ে দেবে?’ জানতে চাইল তিতলি।

মুকিত বললেন, ‘নিশ্চয়ই। টি-ব্যাগর ওপর ছবি আঁকার সময় অ্যাক্রিলিক রং ব্যবহার করবে। এরপর ভালো করে শুকিয়ে নিয়ো। আর টি-ব্যাগ কীভাবে ছবি আঁকার জন্য প্রস্তুত করবে তার দুই উপায় তো আগেই বলেছি তোমাকে।’

ছবি: সাদিত উজ জামান

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ