হোম > ছাপা সংস্করণ

স্বামী-স্ত্রীর ঝগড়া বাড়িতে হামলা

শিবপুর (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর শিবপুর উপজেলায় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার ঘটনায় স্ত্রী থানায় লিখিত অভিযোগ দেন। পর স্ত্রী পক্ষের লোকজন স্বামীর বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

গত শুক্রবার বিকেলে উপজেলার নৌকাঘাটা গ্রামে কফিলউদ্দিনের বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়। এ ঘটনায় কফিলউদ্দিন শিবপুর মডেল থানায় লিখিত অভিযোগ দেন।

মামলার বিবরণী সূত্রে জানা গেছে, নৌকাঘাটা গ্রামের ছানাউল্লাহ ৯ মাস আগে ভায়রা ভাই মনির হোসেনের মাধ্যমে দুবাই যান। কিন্তু সেখানে কথামতো কাজ ও বেতন না পেয়ে গত ১৫ নভেম্বর তিনি দেশে ফিরে আসেন। এরই সূত্র ধরে ছানাউল্লাহ-নাছরিন দম্পতির মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার ঘটনায় স্ত্রী নাছরিন বেগম স্বামী ছানাউল্লার বিরুদ্ধে শিবপুর মডেল থানায় লিখিত অভিযোগ করেন। এক সঙ্গে গত শুক্রবার ছানাউল্লার স্ত্রী নাছরিনের মামা ছোট মিয়া, মামাতো ভাই পিয়াল, সুমন, কাদির, সাদেক, জুয়েলসহ ৭ থেকে ৮ জন কফিল উদ্দিনের বাড়িতে এসে হামলা করেন। এ সময় স্বর্ণালংকারসহ নগদ অর্থ লুট করার অভিযোগ পাওয়া যায়।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য শাহিন সরকার বলেন, ‘উভয় পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়েছে। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হচ্ছে।’

তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মুরাদ হোসেন বলেন, ‘এ বিষয়ে দুপক্ষই লিখিত অভিযোগ করেছেন। তদন্ত করে পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ