হোম > ছাপা সংস্করণ

৫০ কিলোমিটার হাঁটলেন বীর মুক্তিযোদ্ধা

ময়মনসিংহ প্রতিনিধি

বিজয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে ৫০ কিলোমিটার হাঁটলেন ৭০ বছর বয়সী বীর মুক্তিযোদ্ধা বিমল পাল। গত শুক্রবার ভোর ৪টা থেকে হালুয়াঘাট উপজেলা থেকে সদরের উদ্দেশে হাঁটা শুরু করেন বীর মুক্তিযোদ্ধা বিমল পাল। এ সময় তাঁর সঙ্গে হেঁটেছেন ময়মনসিংহের প্রায় ৩০টি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা

এর আগে গত মঙ্গলবার দুপুর ১২টার দিকে ময়মনসিংহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বিজয় পদযাত্রা কর্মসূচি ঘোষণা করা হয়।

বীর মুক্তিযোদ্ধা বিমল পাল বলেন, মুক্তিযুদ্ধের চেতনা তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে এবং অসাম্প্রদায়িক দেশ গড়ার বার্তা নিয়ে এই পদযাত্রা করেছি। যত দিন বেঁচে আছি, প্রতি বছর এক কিলোমিটার করে বাড়িয়ে হাঁটব। যেমন স্বাধীনতার ৫১ বছরে ৫১ বছর। ৫২ বছরে ৫২ বছর, ৫৩ বছরে ৫৩ কিলোমিটার হাঁটব। ১০ ডিসেম্বর ময়মনসিংহ মুক্ত দিবস। তাই পদযাত্রার জন্য তেলিখালি থেকেই হেঁটেছি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বৃহস্পতিবার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও বীর মুক্তিযোদ্ধা বিমল পাল হালুয়াঘাটে যান। সেখান থেকে ভোর ৪টায় পদযাত্রা শুরু করেন। পথিমধ্যে তিনি অল্প সময়ের বিশ্রাম নিয়েছেন। বিকেল সাড়ে ৪টার দিকে হেঁটে নগরীর সার্কিট হাউস এলাকায় পৌঁছান। পরে সেখানে তাঁকে স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা স্বাগত জানান।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ