কিশোরগঞ্জের অষ্টগ্রামে প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে দুই দিন ব্যাপী জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০২১ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে প্রতিযোগিতার শেষ দিনে উপজেলা সম্প্রসারিত প্রশাসনিক ভবনে পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়।
অষ্টগ্রাম উপজেলা প্রশাসন আয়োজিত, এই প্রতিযোগিতায় উপজেলার সব ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এবার ক্রীড়া ও সাংস্কৃতিক পর্বে ১৯৮ জন শিক্ষার্থীকে পুরস্কার ও সনদপত্র দেওয়া হয়েছে। গত সোমবার শিক্ষা, নৃত্য, চিত্রাঙ্কন, কুটিরশিল্প ও বিজ্ঞান যন্ত্র বিষয়ক এবং গতকাল মঙ্গলবার ক্রীড়া বিভাগে সাঁতার, লংজাম্প, দৌড়সহ ৬৬টি ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হারুন অর রশিদের পক্ষে উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ নুর নবী, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নাফিজুল হক শাওন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা গাজী মুস্তাফিজুর রহমান ও মো. নুর এ আলম ভূঁইয়া প্রমুখ।