হোম > ছাপা সংস্করণ

আশ্বাস দিয়ে টাকা হাতিয়ে নিতেন তিনি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কখনো তিনি পরিচয় দিতেন সরকারের শীর্ষস্থানীয় ব্যক্তিদের এপিএস হিসেবে। কখনো নিরাপত্তাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে জাহির করতেন নিজেকে। মূলত তিনি একজন প্রতারক। ভুয়া পরিচয় দিয়ে মানুষকে চাকরির আশ্বাস দিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতেন তিনি। তার ফাঁদে পড়ে এরই মধ্যে প্রতারিত হয়েছেন শতাধিক মানুষ। সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করতে গিয়ে মোহাম্মদপুর থানা-পুলিশের হাতে ধরা পড়েছেন চন্দ্রশেখর মিস্ত্রি নামে ওই প্রতারক।

গত বুধবার তেজগাঁও থেকে গ্রেপ্তারের পর গতকাল তাঁকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হয়। আদালত রিমান্ড নামঞ্জুর করে প্রতারক চন্দ্রশেখরকে কারাগারে পাঠিয়েছেন।

মোহাম্মদপুর থানা-পুলিশ জানায়, নিজের ভাগনেকে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে ভর্তির জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা পরিচয়ে গত ২০ জানুয়ারি অধ্যক্ষকে ফোন দিয়ে চাপ প্রয়োগ করেন চন্দ্রশেখর। ওই কলেজের পক্ষ থেকে মোহাম্মদপুর থানায় মামলা করা হয়। এরপর তেজগাঁওয়ের নাজনীনবাগ এলাকা থেকে চন্দ্রশেখরকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে বিভিন্ন নথিপত্র জব্দ করা হয়।  গতকাল আদালতে হাজির করে তাঁর ৫ দিনের রিমান্ডের আবেদন করেছিলেন তদন্তকারী কর্মকর্তা। আদালত তা নামঞ্জুর করে চন্দ্রশেখরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ