কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে ৭টি রাজকাঁকড়াকে প্রাথমিক চিকিৎসা শেষে কুয়াকাটা সৈকতের ঝাউবন পয়েন্টে অবমুক্ত করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১টার দিকে ইকো-ফিশের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতিসহ তাঁদের একটি টিম কাঁকড়াগুলোকে অবমুক্ত করেন।
পটুয়াখালী জেলা ইউএস-এইড, ওয়ার্ল্ডফিশ ইকোফিশ-২ এক্টিভিটি প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, একটি গবেষণার কাজে সকাল ৬টার দিকে সৈকত থেকে গঙ্গামতির দিকে যাওয়ার পথে ছেঁড়া জালে আটকানো অবস্থায় অসুস্থ ৭টি রাজ কাঁকড়া উদ্ধার করি। উদ্ধারের সময় তাদের শরীর থেকে রক্ত ঝরছিল। প্রাথমিকভাবে তাদের চিকিৎসা শেষে বেলা ১টার দিকে সমুদ্রের ঝাউবন এলাকায় অবমুক্ত করি।
সাগরিকা স্মৃতি আরও বলেন, যে রাজকাঁকড়াগুলো উদ্ধার করেছি এগুলোর বৈজ্ঞানিক নাম কার্সিনসকর্পিয়াস রোটানডিকওডা। এঁদেরকে লিভিং ফসিল বা জীবন্ত জীবাশ্মও বলা হয়।