হোম > ছাপা সংস্করণ

ইঞ্জিন বিকল, দুর্ভোগে যাত্রীরা

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর রায়পুরা উপজেলায় বিকল হয়ে যায় তিতাস ট্রেনের ইঞ্জিন। গতকাল সোমবার সকাল ৬টা ২৫ মিনিটে উপজেলার শ্রীনিধি স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। এর আড়াই ঘণ্টা পর আখাউড়া থেকে একটি ইঞ্জিন এনে বিকল ট্রেনটি ঢাকা নেওয়া হয়। তবে ডাবল লাইন থাকায় ঢাকা–চট্টগ্রাম রেলপথে অন্য ট্রেন চলাচল কোনো বিঘ্ন ঘটেনি।

রেলওয়ে ও যাত্রীরা জানান, ব্রাহ্মণবাড়িয়া–ঢাকাগামী বেসরকারি তিতাস কমিউটার ট্রেনটি সোমবার সকাল ৬টা ১৫ মিনিটে ভৈরব রেলওয়ে স্টেশনে বিরতি দেয়। ট্রেনটি ভৈরব থেকে যাত্রী নিয়ে ছাড়ার পর সকাল ৬টা ২৫ মিনিটে শ্রীনিধি স্টেশনের আউটারে পৌঁছালে ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে খবর পেয়ে ২ ঘণ্টা ৪০ মিনিট পর আখাউড়া থেকে একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। পরে ইঞ্জিন পরিবর্তন করে বিকল ট্রেনটি ঢাকা নেওয়া হয়। বিকল ইঞ্জিনটি আখাউড়ায় নিয়ে নেওয়া হয়। এ সময়ে ট্রেনের কয়েক শ যাত্রী চরম দুর্ভোগে পড়েন। প্রায় তিন ঘণ্টা বিলম্বে যাত্রীরা ঢাকায় পৌঁছেছেন বলে জানা যায়।

শ্রীনিধি রেলওয়ে স্টেশনের মাস্টার জানান, তিতাস কমিউটার ট্রেনটি বেসরকারি পরিচালনায় চলে। ইঞ্জিন বিকল হওয়ার খবর পরে জেনেছি। আখাউড়া থেকে একটি ইঞ্জিন ঘটনাস্থলে এনে বিকল ট্রেনটি ঢাকায় নেওয়া হয়েছে বলে জানতে পারি।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ