বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাংসদ এনামুল হক বলেছেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় প্রার্থীর বিজয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। নৌকার বিজয়ের বিকল্প নেই। প্রয়োজনে বাড়ি বাড়ি যেতে হবে। কেউ বিদ্রোহীর হয়ে কাজ করলে তাঁকে পদ থেকে অব্যাহতি দেওয়া হবে।
গতকাল সোমবার বিকেলে সালেহা ইমারত কোল্ড স্টোরেজ মিলনায়তনে আয়োজিত উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির জরুরি সভায় সভাপতির বক্তব্যে এনামুল হক এসব কথা বলেন।
পঞ্চম ধাপে আগামী ৫ জানুয়ারি বাগমারার ১৬টি ইউনিয়ন পরিষদে ভোট। নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে চেয়ারম্যান পদে অংশ নেওয়ায় ১২ ‘বিদ্রোহী’ প্রার্থীকে আজীবনের জন্য দল থেকে বহিষ্কার করা হয়েছে। যারা মনোনয়নপত্র প্রত্যাহার করেননি, শুধু তাঁদের বহিষ্কার করা হয়েছে।