শেরপুরের নকলায় উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউ) নির্বাচনে দুজন চেয়ারম্যান ও দুজন সদস্য প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে জেলা নির্বাচন অফিস। গত সোমবার জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদারের স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
উল্লেখ্য আগামী ২৮ নভেম্বর উপজেলায় ইউপি নির্বাচন। ওই নির্বাচনে চার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে জেলা নির্বাচন অফিস। প্রার্থীর হলেন বানেশ্বর্দী ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আহাদুজ্জামান ও স্বতন্ত্র প্রার্থী সহিদুল ইসলাম। একই ইউপির এক নম্বর ওয়ার্ডে সদস্য প্রার্থী বাবুল মিয়া ও পাঠাকাটা ইউনিয়নে এক নম্বর ওয়ার্ডে সদস্য প্রার্থী আহের উদ্দিন।
উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা তারেক আজিজ জানান, গত ৪ নভেম্বর মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের সময় ঋণ খেলাপি থাকায় চেয়ারম্যান প্রার্থী আহাদুজ্জামান, প্রস্তাবকারী ও সমর্থনকারী হাজির করাতে না পারায় চেয়ারম্যান প্রার্থী সহিদুল ইসলাম এবং মনোনয়নপত্র অসম্পূর্ণ থাকায় সাধারণ সদস্য পদে বাবুল মিয়া ও আহের উদ্দিনের মনোনয়নপত্র বাতিল করা হয়।