বৈরী আবহাওয়ার কারণে, বিশেষ করে তাপপ্রবাহ ও বন্যায় ইউরোপে গত ৪০ বছরে প্রাণ হারিয়েছেন অন্তত এক লাখ ৪২ হাজার মানুষ। শুধু প্রাণহানি নয়, বিরূপ আবহাওয়াজনিত কারণে আর্থিক ক্ষতি হয়েছে ৫১০ বিলিয়ন বা ৫১ হাজার কোটি ইউরোর।
গত বৃহস্পতিবার ইউরোপের পরিবেশবিষয়ক সংস্থা (ইইএ) প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে বলে গতকাল শনিবার জানিয়েছে সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম স্ট্রেইটস টাইমস।
ইইএর গবেষণায় বলা হয়েছে, ১৯৮০ থেকে ২০২০ সাল পর্যন্ত ইউরোপে আর্থিক ক্ষতির প্রায় ৬০ শতাংশের জন্য কয়েকটি বড় ঘটনাই দায়ী, যা বিশ্বের মোট ক্ষতির প্রায় ৩ শতাংশ। আর প্রাণহানি বিবেচনায় এই সময়ের মধ্যে ৯১ শতাংশ মানুষের মৃত্যুর জন্য দায়ী তাপপ্রবাহ।