হোম > ছাপা সংস্করণ

জঙ্গি সন্দেহে নগরীতে ১০ জন আটক

খুলনা প্রতিনিধি

নগরীর খালিশপুরে নির্মাণাধীন একটি বাড়ি থেকে জঙ্গি সন্দেহে ১০ জনকে আটক করেছে র‍্যাব। তাঁরা নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির মতাদর্শ নিয়ে নতুন জঙ্গি সংগঠন তৈরির কাজ করছিলেন বলে জানিয়েছেন র‍্যাব কর্মকর্তারা।

আটক ব্যক্তিরা হলেন নতুন সংগঠনের আমির আনোয়ার কবির মিলন ওরফে মিলাদ হোসেন (৬০), সোহেল রানা (৩৫), আমিনুল ইসলাম (৪০), কামরুল ইসলাম (৫৫), রিফাত রহমান (২৪), আব্দুর রউফ (৬২), শেখ ফরিদ (৩২), আব্দুল আলিম (৫০), মো. রফিকুল ইসলাম (৪৬) ও তালহা ইসলাম (১৯)। ঘটনাস্থল থেকে উগ্রবাদী বই ও নথিপত্র উদ্ধার করা হয়।

গতকাল শনিবার খুলনার লবনচরায় র‍্যাবের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান র‍্যাব-৬-এর অধিনায়ক লে. কর্নেল মোস্তাক আহমেদ। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত খালিশপুরের বিআইডিসি রোডে নির্মাণাধীন বাড়িতে অভিযান চালিয়ে জঙ্গি সদস্যদের আটক করা হয়।

নতুন সংগঠনের আমির আনোয়ার কবির মিলন ২০০২ থেকে ২০০৬ সাল পর্যন্ত সৌদি আরবে লেখাপড়া করেন। এরপর দেশে ফিরলে তাঁর সঙ্গে ভোলার চরফ্যাশন এলাকার অধ্যাপক মজিদের পরিচয় হয়। অধ্যাপক মজিদ জেএমবির আমির শায়খ আব্দুর রহমান ও শায়খ সাইদুর রহমানের অনুসারী ছিলেন।

এর আগে ২০১২ সালে ডিবি পুলিশের অভিযানে গ্রেপ্তার হন আনোয়ার কবির মিলন। পরে তিনি জামিনে ছাড়া পান। এরপর থেকে তিনি নিজস্ব জঙ্গি সংগঠন তৈরির কাজ শুরু করেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ