প্রেক্ষাপট বঙ্গভঙ্গের উত্তাল সময়। ১৯০৫ সালে যখন ইংরেজরা বাংলা ভাগ করার পরিকল্পনা করছে, তখন এর বিরোধিতা করেন অনেকেই। সেই সময় অরবিন্দ ঘোষের নেতৃত্বে শুরু হওয়া সশস্ত্র বিপ্লব নিয়ে তৈরি হচ্ছে চলচ্চিত্র। নাম রাখা হয়েছে ‘কালান্তর, বঙ্গভঙ্গের বিপ্লবী যুগ’। ইতিহাসনির্ভর এ ছবিতে অভিনয় করবেন জয়া আহসান।
‘কালান্তর’ বানাবেন কলকাতার নির্মাতা সৌকর্য ঘোষাল। এর আগে এই নির্মাতার ‘ভূতপরী’ ও ‘ওসিডি’-তে অভিনয় করেছেন জয়া। তবে নতুন ছবিটি আগেরগুলোর তুলনায় একেবারেই আলাদা। ‘কালান্তর’-এ জয়া থাকবেন এক বিপ্লবী নারীর চরিত্রে।
জয়া জানিয়েছেন, নতুন এ ছবির কাজ শুরু হবে ১৮ ডিসেম্বর। শুটিং হবে ভারতের কলকাতা ও ঝাড়খন্ডে। জয়া আহসান ছাড়াও ছবিতে অভিনয় করবেন কৌশিক সেন, চন্দন রায় স্যানাল, ঋদ্ধি সেন, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় প্রমুখ।
‘কালান্তর’ নির্মাতা সৌকর্য ঘোষাল ইতিহাসের ছাত্র। তাই ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে ছবি তৈরির ইচ্ছা তাঁর অনেক দিন থেকে। এ ছবি তৈরির জন্য গত দেড় বছর গবেষণা করছেন তিনি। সৌকর্য জানিয়েছেন, অরবিন্দ ঘোষ বা বাঘা যতীনের মতো স্বাধীনতা সংগ্রামীর সঙ্গে ছবিতে উঠে আসবেন এমন বহু বিপ্লবী, যাঁদের নাম অনেকে জানেন না। ইতিহাসে তাঁরা উপেক্ষিত। ছবির চিত্রনাট্য লিখেছেন সৌকর্য, পূজা চট্টোপাধ্যায় ও প্রিয়ক মিত্র।
‘কালান্তর’-এর শুটিংয়ে অংশ নিতে শিগগিরই কলকাতায় যাবেন জয়া। এ ছবির গল্প ১০০ বছরের বেশি সময় আগের। তাই জয়ার গেটআপ, সংলাপ ও আচরণে থাকবে পুরোনো সময়ের ছাপ। সেভাবেই প্রস্তুতি নিচ্ছেন তিনি।
গত আগস্টে ভারতে মুক্তি পেয়েছিল জয়া অভিনীত সর্বশেষ ছবি ‘বিনিসুতোয়’। এর আগে বাংলাদেশে মুক্তি পায় ‘অলাতচক্র’। এরপর বাংলাদেশ কিংবা ভারতে কোনো ছবি হলে আসেনি জয়ার। তবে বেশ কয়েকটি ছবি আছে মুক্তির অপেক্ষায়।