হোম > ছাপা সংস্করণ

স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী ভর্তি বন্ধ

রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি 

মৌলভীবাজারের রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় গতকাল বৃহস্পতিবার থেকে রোগী ভর্তি বন্ধ ঘোষণা করা হয়েছে।

জানা গেছে, ভবনের দেয়ালে ফাটল ধরেছে ও বিভিন্ন জায়গায় আস্তর খসে পড়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ভবনটি পরিদর্শন করার পর রোগী ভর্তি বন্ধ করে দেওয়া হয়।  

উপজেলার প্রায় আড়াই লাখ মানুষের একমাত্র সরকারি চিকিৎসা কেন্দ্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গতকাল দুপুরে গিয়ে দেখা গেছে, স্বাস্থ্য কমপ্লেক্সের পুরোনো দোতলা ভবনের ছাদের বিভিন্ন স্থানে পলেস্তারা খসে রড বের হয়ে আছে এবং দেয়াল, বিম ও কলামে ফাটল ধরেছে।

স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর মৌলভীবাজার কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম পাটান বলেন, ‘খবর পেয়ে আমি ও আমাদের সিলেটের প্রকৌশলী হাসপাতাল পরিদর্শনে গিয়েছিলাম। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য ও ভবনটির বিভিন্ন ফাটল দেখে একটু  ঝুঁকিপূর্ণ মনে হয়েছে। তাই আমরা ঝুঁকিপূর্ণ লিখে দিয়েছি।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আফজালুর রহমান বলেন, ‘গত শনিবার গভীর রাতে বিকট শব্দ করে হাসপাতাল ভবনটিতে বড় বড় ফাটল দেখা দেয় । জরুরি বিভাগে কর্মরত ডাক্তার আমাকে খবর দিলে এসে দেখতে পাই ভবনটির বিভিন্ন জায়গার আস্তর খসে পরেছে, ভীমগুলোতে বড় বড় ফাটল এবং গ্রিলগুলো বেঁকে যায়।’

 

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ