এরপর পানি দিয়ে ভর্তি করে আস্ত রসুন সেই বোতলের ওপর রাখুন। খেয়াল রাখবেন যাতে শিকড় পানিতে ডুবে থাকে।
রসুনসহ বোতলটি রোদের আলোয় ৭ দিন রাখলেই সবুজ পাতা বের হবে। ১০ দিন হয়ে গেলে রসুন তুলে ফেলুন। এরপর একটি একটি করে কোয়া খুলে মাঝারি আকারের টবে পুঁতে দিন। এক টবে ছয়টি কোয়া একই দূরত্বে লাগিয়ে নিন। কোয়াগুলোর শুধু সবুজ পাতাটি মাটির ওপরে থাকবে।
নয় মাস অপেক্ষার পর এক একটি কোয়া থেকে আস্ত রসুন তুলতে পারবেন।