শিশুদের নিয়ে একাধিক বই লিখেছেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। ব্র্যাক ইন্টারন্যাশনালের হেড অব আরলি চাইল্ডহুড ডেভেলপমেন্ট প্রোগ্রামার হয়ে শিশুদের স্বাভাবিক বিকাশের বিষয়ে কাজও করছেন। এবার প্রথমবারের মতো শিশুদের সঙ্গে একটি শিশুতোষ সিনেমায় অভিনয় করছেন তিনি। শাহরিয়ার কবিরের লেখা ‘নুলিয়াছড়ির সোনার পাহাড়’ উপন্যাস অবলম্বনে একই নামে নির্মিত হচ্ছে সিনেমাটি।
২০২০-২১ অর্থবছরে অনুদান পাওয়া সিনেমাটি পরিচালনা করছেন লুবনা শারমিন। এতে আরও অভিনয় করছেন স্বপ্নিল, হিয়া, রাহিন, ইশরাত প্রমুখ। সিনেমাটির জন্য সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন মিথিলা। আগামী ২০ জুলাই থেকে শুটিং শুরু হচ্ছে চট্টগ্রামের সীতাকুণ্ডে। যদিও সেই শুটিংয়ে যোগ দিতে পারছেন না মিথিলা। তিনি জানিয়েছেন, অক্টোবরের আগে অফিসের ট্যুর থেকে ফ্রি হতে পারছেন না। তাই মিথিলার অংশের কাজ হবে অক্টোবরের পরে।
জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত মিথিলা থাকবেন উগান্ডা, তানজানিয়া আর সিয়েরা লিওনের শিশুদের পাশে। ব্র্যাকের পক্ষ থেকে এসব দেশের শিশুদের জন্য কাজ করবেন তিনি।
সিনেমাটি নিয়ে মিথিলা বলেন, ‘আমার জীবনের প্রায় পুরোটাই তো কাটিয়ে দিচ্ছি বাচ্চাদের সঙ্গে। এটা আমি খুব উপভোগ করছি। পরিচালক লুবনা শারমিন আগে বেশ কয়েকটি স্বল্পদৈর্ঘ্য সিনেমা বানালেও এটাই তাঁর প্রথম পূর্ণদৈর্ঘ্য।’