ধরুন, সাত দিনের জন্য আপনি শহরের বাইরে থাকবেন। ফাঁকা বাসায় গাছ রেখে যেতে হবে। কোনোভাবেই পানি দেওয়ার ব্যবস্থা করতে পারলেন না। এমন পরিস্থিতিতে কিছু নিয়ম মানতে পারেন-
গাছ সব ঘরের ভেতরে রেখে দিন। বৃষ্টির পূর্বাভাস না পেলে বারান্দায় টব রাখবেন না।
গাছে একটু বেশি করে পানি দিয়ে ঘরের ভেতরে রাখুন।
সাত দিন পরও ডাল সবুজ থাকলে সব পাতা শুকিয়ে ঝরে যাওয়ার পরও নিয়মিত পানি দিতে থাকুন।
কোনো গাছের পাতা হলুদ হতে শুরু করলে সেগুলো কেটে ফেলে দিন। এতে সবুজ পাতাগুলো দ্রুত বাড়বে।