গোলাপগঞ্জ উপজেলার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে শেষ দিনে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেছেন চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্যরা। গত বৃহস্পতিবার শেষ দিন পর্যন্ত ১১ ইউনিয়নে ৬২০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, চেয়ারম্যান পদে মোট ৬৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত ১১ জন, ইসলামী আন্দোলন মনোনীত ১ জন, জাতীয় পার্টি থেকে ২ জন, জমিয়তে উলামায়ে ইসলাম থেকে ২ জন, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ থেকে ১ জন এবং ৪৮ জন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এ ছাড়া সাধারণ সদস্য পদে ৪৫৯ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৯৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন
গোলাপগঞ্জ সদর ইউপিতে চেয়ারম্যান পদে ৪ জন, সাধারণ সদস্য পদে ৩৭ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৬ জন মনোনয়নপত্র দাখিল করেন।
লক্ষ্মীপাশা ইউপিতে চেয়ারম্যান পদে ৫ জন, সাধারণ সদস্য পদে ৩৮ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৫ জন, পশ্চিম আমুড়া ইউপিতে চেয়ারম্যান পদে ৭ জন, সাধারণ সদস্য পদে ৪৩ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯ জন, ঢাকাদক্ষিণ ইউপিতে চেয়ারম্যান পদে ৫ জন, সাধারণ সদস্য পদে ৪১ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮ জন, লক্ষনাবন্দ ইউপিতে চেয়ারম্যান পদে ৪ জন, সাধারণ সদস্য পদে ৩৭ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০ জন, বাঘা ইউপিতে চেয়ারম্যান পদে ১১ জন, সাধারণ সদস্য পদে ৫০ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১১ জন, ফুলবাড়ি ইউপিতে চেয়ারম্যান পদে ৬ জন, সাধারণ সদস্য পদে ৩৮ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩ জন, বুধবারীবাজারে চেয়ারম্যান পদে ৯ জন, সাধারণ সদস্য পদে ৫০ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৭ জন, উত্তর বাদেপাশা ইউপিতে চেয়ারম্যান পদে ৪ জন, সাধারণ সদস্য পদে ৪৩ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৬ জন, ভাদেশ্বর ইউপিতে চেয়ারম্যান পদে ৫ জন, সাধারণ সদস্য পদে ৪০ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১০ জন এবং শরীফগঞ্জ ইউপিতে চেয়ারম্যান পদে ৬ জন, সাধারণ সদস্য পদে ৪২ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১১ জন মনোনয়নপত্র দাখিল করেন।