হোম > ছাপা সংস্করণ

নতুন ওয়েব সিনেমার শুটিংয়ে দীঘি, ঈদেই মুক্তি

নায়িকা হিসেবে বড় পর্দায় অভিষেকটা ভালো না হলেও ওটিটির শুরুটা মনের মতোই হয়েছিল প্রার্থনা ফারদিন দীঘির। সুমন ধরের পরিচালনায় ‘শেষ চিঠি’ ওয়েব ফিল্মে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছিল। দীঘির সহশিল্পী ছিলেন ইয়াশ রোহান। এরপর আরটিভির প্রযোজনায় একই টিমের সঙ্গে শেষ করেছেন ‘ফেরা’ নামের আরেকটি ওয়েব সিনেমা। এবার আরটিভির নতুন আরও এক ওয়েব সিনেমার কাজ শুরু করলেন দীঘি। নাম ‘মার্ডার নাইনটিজ’। এতে দীঘি প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করছেন খায়রুল বাশারের সঙ্গে।

নতুন ওয়েব সিনেমাটি নিয়ে দীঘি বলেন, ‘এই ইউনিটের নির্মাতা থেকে শুরু করে বেশির ভাগ সহশিল্পীর সঙ্গেই আমার প্রথম কাজ। তবে আরটিভির সঙ্গে এটি আমার দ্বিতীয় প্রজেক্ট। এবারই প্রথম ক্রাইম থ্রিলার গল্পের কাজ করছি। আমি নিজে থ্রিলার পছন্দ করি। তাই কাজটি নিয়ে আমার ব্যক্তিগত আগ্রহও অনেক।’ 
সৈয়দ আশিক রহমানের গল্প ভাবনা এবং মেজবাহ উদ্দিন সুমনের রচনায় ‘মার্ডার নাইনটিজ’ নির্মাণ করছেন আবু হায়াত মাহমুদ। নব্বইয়ের দশকের একটি মার্ডারকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে ওয়েব সিনেমাটি। নির্মাতা আবু হায়াত মাহমুদ বলেন, ‘এই কনটেন্টের সবচেয়ে বড় শক্তি হচ্ছে এর গল্প। মার্ডার নাইনটিজের গল্প তৈরি হয়েছে নব্বইয়ের দশকের একটা খুনের ঘটনাকে ঘিরে। পুলিশ ইনভেস্টিগেশনের মাধ্যমে সেই খুনের আসামিকে নানা নাটকীয়তায় খুঁজে বের করা হয়। ওই সময়ের সামাজিক-পারিপার্শ্বিক অবস্থা ও সম্পর্কের দ্বন্দ্বগুলো এ গল্পে উঠে এসেছে।’

গতকাল থেকে মানিকগঞ্জে শুরু হয়েছে সিনেমার শুটিং। নির্মাতা জানিয়েছেন, আসছে রোজার ঈদেই মুক্তি দেওয়া হবে সিনেমাটি। স্বল্প সময়ে সম্পূর্ণ কাজ শেষ করে সিনেমা মুক্তি দেওয়াটা চ্যালেঞ্জিং জানিয়ে আবু হায়াত মাহমুদ বলেন, ‘এই সময়ের মাঝে কাজটি শেষ করা চ্যালেঞ্জিং। তবে আমরা সেভাবেই পরিকল্পনা করেছি। কঠিন হলেও ঈদের সময় দর্শকদের মার্ডার নাইনটিজ দেখাতে চাই।’

দীঘি-খায়রুল বাশার ছাড়াও ওয়েব সিনেমাটিতে অভিনয় করছেন রুনা খান, সাজু খাদেম, শিল্পী সরকার অপু প্রমুখ।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ