গফরগাঁওয়ের শারীরিক প্রতিবন্ধী তাহমিনা আক্তার রিচি এসএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে জিপিএ ৩.২১ পেয়ে উত্তীর্ণ হয়েছে। সে গত বছরের এসএসসি পরীক্ষায় ছিপান উচ্চবিদ্যালয় থেকে অংশগ্রহণ করে। শারীরিক প্রতিবন্ধিতা জয় করে উচ্চশিক্ষা সম্পন্ন করতে চায় রিচি।
অদম্য এই মেধাবী শিক্ষার্থী বিদ্যালয়ের পরীক্ষাতেও কৃতিত্বের স্বাক্ষর রাখে। পরে এসএসসিতে শ্রুতিলেখক বা প্রতি লেখকের সাহায্যে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে।
উপজেলার গফরগাঁও ইউনিয়নের জয়নাকান্দা গ্রামের আব্দুল কাদের ও হোসনে আরা বেগমের মেয়ে তাহমিনা আক্তার রিচি জন্মগতভাবেই শারীরিক সমস্যা নিয়ে বড় হয়েছে। স্কুলের পরীক্ষাতেও একজন প্রতি লেখকের মাধ্যমে সব পরীক্ষায় অংশ নেয়। এবার এসএসসিতে তার প্রতি লেখক হিসেবে অংশ নেয় চাচাতো বোন সাদিয়া আফরিন।
তার বাবা আব্দুল কাদের বলেন, মেয়ের ইচ্ছাশক্তির জন্য সে এই পর্যন্ত আসতে পেরেছে। তাঁর হাত-পায়ে সমস্যা ও কথায় জড়তা আছে।
তাহমিনা আক্তার রিচি বলেন, ‘আমি উচ্চশিক্ষা শেষ করে চাকরি করতে চাই। বাবা-মায়ের বোঝা হয়ে থাকতে চাই না।’
ছিপান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আমিনুল হক বলেন, ‘মেয়েটি মেধাবী বলে সব শিক্ষক পড়াশোনার জন্য তাকে সহযোগিতা করেছে। আমি তার সফলতা কামনা করছি।’