হোম > ছাপা সংস্করণ

কাউন্সিলরকে মুচলেকায় ছাড় পুলিশের

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালী সদরের লোহালিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে হামলার ঘটনায় পুলিশ হেফাজতে নেওয়া পৌর কাউন্সিলর রেজাউল হাসান লাবুকে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে পটুয়াখালী সদর থানা–পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাতে পৌর মেয়র মহিউদ্দিন আহমেদ ও সদর উপজেলা চেয়ারম্যান গোলাম সরোয়ার উপস্থিত হয়ে, তাঁদের জিম্মায় মুচলেকা দিয়ে থানা থেকে নিয়ে আসেন তাঁকে।

এর আগে পটুয়াখালী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান লাবুকে পুলিশ হেফাজতে নেওয়ার ঘটনায় রাতে থানার সামনে আধঘণ্টা ধরে বিক্ষোভ করেন তাঁর কর্মী–সমর্থকেরা। এ সময় থানার মধ্যে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরে পরিস্থিতি শান্ত হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান গণমাধ্যমকে জানান, রাতে পৌর মেয়র মহিউদ্দিন আহমেদ ও উপজেলা চেয়ারম্যান গোলাম সরোয়ার মুচলেকা দিয়ে পৌর কাউন্সিলরকে নিয়ে যান।

পটুয়াখালী সদর উপজেলার লোহালিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জুয়েল মৃধা ও তাঁর কর্মী সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হন। এদের মধ্যে ৫ জনকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ইউনিয়নের লোহালিয়া খেয়াঘাট এলাকা থেকে রেজাউল হাসান লাবুকে থানায় নিয়ে আসে পুলিশ। আহত চেয়ারম্যান প্রার্থী জুয়েল মৃধার অভিযোগ, রেজাউল হাসান লাবুর নেতৃত্বে তাঁর ওপর এ হামলা চালানো হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ