সাভারে গৃহবধূকে ধর্ষণের দায়ে ডিস কর্মচারী রাশেদুজ্জামান মুন্না (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-৪। গতকাল শুক্রবার দুপুরে র্যাব-৪ সিপিসি-২-এর কোম্পানি কমান্ডার রাকিব মাহমুদ খান তথ্যটি নিশ্চিত করেন।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় সাভারের তেঁতুলঝোড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, ১০ নভেম্বর নববিবাহিত গৃহবধূর ঘরে ডিসলাইন মেরামত করার কথা বলে বাসায় আসেন ডিস কর্মচারী রাশেদুজ্জামান। পরে ভুক্তভোগী গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ করেন। র্যাবের কাছে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগীর স্বামী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাবের কাছে গ্রেপ্তারকৃত আসামি জোরপূর্বক ধর্ষণ করার ঘটনার সত্যতা স্বীকার করেন। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে।