কাউখালীতে দ্বিতীয় ধাপে ২টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮ নভেম্বর। গতকাল বৃহস্পতিবার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল।
প্রতীক বরাদ্দ দেওয়ার আগেই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের লিখিত অভিযোগ করেছেন দুজন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী। তাঁরা জাতীয় পার্টি–জেপির প্রার্থী এলিজা সাঈদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন।
গতকাল উপজেলা রিটার্নিং কর্মকর্তার কাছে এ অভিযোগ করেন ১ নম্বর সয়না রঘুনাথপুর ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবু সাঈদ ও মাছুম হোসেন। তাঁরা লিখিত অভিযোগে উল্লেখ করেন, জেপির প্রার্থী বহিরাগত লোকদের নিয়ে এসে প্রতীক বরাদ্দের আগেই সভা–সমাবেশ ও প্রচার করছেন। তাঁরা আরও অভিযোগ করেন, জেপির প্রার্থীর স্বামী বর্তমান উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিয়া তাঁর ক্ষমতার প্রভাব খাঁটিয়ে মিছিল–মিটিং করছেন।
জেপির প্রার্থী এলিজা সাঈদ জানান, তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ ভিত্তিহীন। তিনি তাঁর ভাইকে নিয়ে নির্বাচনী প্রচার চালাচ্ছেন, এখানে বহিরাগত কোনো লোক নেই।’
এ ব্যাপারে নির্বাচন কর্মকর্তা মিজানুর রহমান জানান, তিনি লিখিত অভিযোগ পেয়েছেন। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।