নীলফামারীর সৈয়দপুরে বিশ্ব টয়লেট দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বেসরকারি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও সৈয়দপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু মো. আলেমুল বাসারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন ল্যাম্ব শো-২ প্রকল্পের টেকনিক্যাল কো-অর্ডিনেটর মো. মাহ্বুবুর রহমান, স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা. সাবরিন, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মো. মনসুর আলী সরকার, সাংবাদিক তোফাজ্জল হোসেন লুতু প্রমুখ।