রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
ইটভাটায় মাটি সরবরাহের জন্য হালদা নদীপথ ব্যবহার করে দুটি জাহাজে করে মাটি নেওয়া হচ্ছে। এমন খবর পেয়ে গতকাল সোমবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ। এ সময় দুই জাহাজ মালিককে এক লাখ টাকা অর্থদণ্ড করেন।
ইউএনও জোনায়েদ কবির সোহাগ বলেন, হালদায় ইঞ্জিনচালিত নৌকা এবং বড় জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে।