নওগাঁর রাণীনগরে অটোরিকশা থেকে পড়ে সাথী খাতুন (১২) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টায় স্কুলে যাওয়ার পথে উপজেলার বনমালীকুড়ী হঠাৎপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাথী উপজেলার সরিয়া গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে ও ওই এলাকার কালীগঞ্জ উচ্চবিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী।
সাথীর চাচা সাইদুর রহমান বলেন, সকাল সাড়ে ৯টার দিকে একটি অটোরিকশায় স্কুলে যাচ্ছিল সাথী। পথে বনমালীকুড়ী হঠাৎপাড়া এলাকায় পৌঁছালে গাড়ি থেকে পড়ে যায় সে। গুরুতর আহত অবস্থায় তাকে সিংড়া হাসপাতালে নেওয়ার পথে মারা যায় সে।
রাণীনগর থানার ওসি মো. শাহিন আকন্দ বলেন, স্কুলছাত্রী মারা যাওয়ার খবর শুনেছেন তিনি। কোনো অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।