বাঘা উপজেলায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তলসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। তাঁর নাম মতিউর রহমান (২৫)। বাঘার মীরগঞ্জ ভানুকর গ্রামে তাঁর বাড়ি। র্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল গত মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার বড়হাবাশপুর গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানিয়েছে, আমবাগানে এক ব্যক্তি মাদকদ্রব্য বিক্রির জন্য অপেক্ষা করছেন, এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় মতিউর দৌড়ে পালানোর চেষ্টা করেন। তখন ধাওয়া দিয়ে তাঁকে ধরা হয়। এ সময় একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ মতিউরকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে বাঘা থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে।