হোম > ছাপা সংস্করণ

বহিরাগতদের হামলার শঙ্কা স্বতন্ত্র প্রার্থীর

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের রামপাল উপজেলার রাজনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে প্রভাবিত করতে ভোটের দিন বহিরাগত সন্ত্রাসীদের হামলার শঙ্কা রয়েছে।

এই শঙ্কাসহ মারধরের অভিযোগে গতকাল শুক্রবার দুপুরে রাজনগর ইউনিয়নের মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এস এম বদরুল হুদা হিরু বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন।

এ সময় সাবেক ইউপি সদস্য আব্দুস সালাম, মো. আজিজুল ফকির, এনামুল হাওলাদার, আব্দুর রউফসহ তাঁর কর্মী-সমর্থকেরা উপস্থিত ছিলেন।

স্বতন্ত্র প্রার্থী এস এম বদরুল হুদা হিরু বলেন, তাঁর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রথম থেকে কিছু প্রভাবশালী লোক নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য তাঁকে চাপ প্রয়োগ করছেন। চাপ প্রয়োগ করেই তাঁরা থামেনি, ২৬ অক্টোবর নির্বাচনী প্রচারের সময় তাঁর ছেলে যুবলীগ নেতা গিয়াস উদ্দিন লিমন, কর্মী অমিত ও ইমরানসহ কয়েকজনের ওপর হামলা চালায় প্রতিপক্ষ প্রার্থীর লোক হানিফ, পালাশ, মিঠুসহ বহিরাগতরা।

গত দু-তিন দিন থেকে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে প্রকাশ্যে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। ভোটের দিন বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে কেন্দ্রে অরাজকতা সৃষ্টি করা হবে বলেও হুমকি দিচ্ছে তাঁরা।

বাগেরহাটের রামপাল উপজেলার রাজনগর ও মোরেলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়নে আগামী ২ নভেম্বর ভোট হওয়ার কথা রয়েছে।

রাজনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের সুলতানা পারভীন, স্বতন্ত্র মিজানুর রহমান শেখ, শেখ আমিনুর রহমান ও এস এম বদরুল হুদা হিরু প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই ইউনিয়নে ৯ হাজার ৯৪৩ জন ভোটার রয়েছেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ