হোম > ছাপা সংস্করণ

নীলসাগরে নেই পরিযায়ী পাখি

জসিম উদ্দিন, নীলফামারী

নীলফামারীতে এবার পরিযায়ী পাখির কলকাকলিতে মুখর হয়ে ওঠেনি নীলসাগর। বিগত বছরগুলোতে পরিযায়ী পাখিকে উত্ত্যক্ত এবং খাবার সংকটের কারণে এমনটি হয়েছে বলে জানান স্থানীয়রা। তবে পাখিদের নির্বিঘ্নে নীলসাগরে থাকার পরিবেশ তৈরিতে উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী জানান, শীতের শুরু থেকে নীলসাগরসহ জেলার বিভিন্ন স্থানে পরিযায়ী পাখি এসেছে। এবারে নীলসাগরের ভেতরে মোটরসাইকেলসহ সব ধরনের যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া জেলার কোথাও অতিথি পাখি যেন কেউ শিকার করতে না পারে, সে জন্য প্রশাসনের পক্ষে নজরদারি বাড়ানো হয়েছে। তিনি জানান, নীলসাগরের সীমানাপ্রাচীরসহ দর্শনার্থীদের আকর্ষণ বাড়াতে একটি প্রকল্প সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

জানা যায়, জেলা শহর থেকে ১৪ কিলোমিটার দূরে গোড়গ্রাম ইউনিয়নের ধোপাডাঙ্গা মৌজায় ৫৩ দশমিক ৬০ একর জমিতে নীলসাগর। উত্তর-দক্ষিণে লম্বা এ দিঘি ঘিরে রয়েছে বহু উপাখ্যান ও রূপকথা। কথিত আছে, তৎকালীন বিরাট রাজা নামের এক রাজার বসবাস ছিল এখানে। তাঁর বিপুলসংখ্যক গবাদিপশু ছিল। এসব পশুকে গোসল ও পানি খাওয়ানোর জন্য একটি দিঘি খনন করেন। রাজার নামানুসারে দিঘির নামকরণ করা হয় বিরাট দিঘি। কালের বিবর্তনে বিরাট দিঘি বিন্নাদীঘি নাম ধারণ করে।

নীলফামারীর নামানুসারে ১৯৯৮ সালে এ দিঘির নামকরণ করা হয় নীলসাগর। প্রতিবছরের শীত মৌসুমে সুদূর সাইবেরিয়া থেকে হাজারো অতিথি পাখির আগমন ঘটে এখানে। এ সময় পাখির কলকাকলিতে মুখর হয়ে ওঠে নীলসাগর। পাখির কিচিরমিচির আর পানিতে ডানা ঝাপটানোর শব্দ নীরব নিথর গ্রামের নির্জনতা ভেঙে দেয়। সবুজ বৃক্ষরাজিতে চারদিক শোভিত এই নীলসাগর অতিথি পাখির নৈসর্গিক সৌন্দর্য আরও বাড়িয়ে তোলে। এ সৌন্দর্য উপভোগ করতে বিভিন্ন এলাকা থেকে আগমন ঘটে অনেক দর্শনার্থীর।

স্বেচ্ছাসেবী আলমগীর হোসেন জানান, প্রতিবছরের মতো এবার পরিযায়ী পাখি তেমন আসেনি। সীমানাপ্রাচীর ভেঙে গিয়ে দীর্ঘ এক যুগ ধরে অরক্ষিত হয়ে পড়েছে দিঘিটি। এ পথ দিয়ে স্থানীয় লোকজন ইচ্ছেমতো ঢুকে পড়ে দিঘিতে গোসলসহ হইহুল্লোড় করে। এতে পাখিগুলো বিরক্ত হয়।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ