কুষ্টিয়ার কুমারখালীতে পুলিশ পরিচয়ে চাঁদা আদায়কালে দুই ভুয়া পুলিশকে আটক করেছে জনতা। পরে তাঁদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।
গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার পান্টি বাজার থেকে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে একটি খেলনা পিস্তল ও পিস্তলের প্লাস্টিক কাভার জব্দ করা হয়।
আটক ওই দুজন হলেন মানিকগঞ্জ জেলার সানবান্ধা গ্রামের শামীম রহমান (২৭) ও সিঙ্গাইর উপজেলার পারিল গ্রামের মো. রুবেল মুতা (২৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে পান্টি বাজার এলাকায় পুলিশ পরিচয়ে দোকানিদের কাছে চাঁদা দাবি করেন তাঁরা। এ সময় তাঁদের আচরণ ব্যবসায়ীদের কাছে সন্দেহজনক হলে আটক করে স্থানীয় পুলিশ ক্যাম্পে খবর দেন জনগণ।
খবর পেয়ে পান্টি পুলিশ ক্যাম্পের এসআই সাখায়েতুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে তাঁদের আটক করেন। এ সময় তাঁদের কাছ থেকে খেলনা পিস্তল জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, ‘আসামিরা মিথ্যা পুলিশ পরিচয় দিয়ে চাঁদা আদায়কালে জনতার হাতে ধরা পড়েন। পরে তাঁদের পুলিশের কাছে হস্তান্তর করে জনগণ। তাঁদের বিরুদ্ধে মিথ্যা পুলিশ পরিচয়ে চাঁদা দাবি করায় কুমারখালী থানায় একটি মামলা করা হয়েছে। পরে আসামিদের জেলহাজতে পাঠানো হয়।’