পলাশে শীতলক্ষ্যা নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার করেছে পলাশ উপজেলা ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিখোঁজের চার ঘণ্টা পর রায়হান মিয়া (১৪) নামের ওই কিশোরের লাশ উদ্ধার। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার পলাশ বাজার শীতলক্ষ্যা নদীর ঘাটে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন, পলাশ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হাদিউল ইসলাম।
নিহত রায়হান মিয়া পার্শ্ববর্তী গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার দক্ষিণ নারগানা গ্রামের হুমায়ন মিয়ার ছেলে। সে পলাশ বাজার এলাকায় একটি পোশাক দোকানের কর্মচারী ছিল।
নিখোঁজের স্বজন ও ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানায়, দুপুর দেড়টার দিকে রায়হান মিয়া তাঁর দুই বন্ধু হাসিব ও রাকিবকে নিয়ে নৌকা দিয়ে গোসলের উদ্দেশ্যে শীতলক্ষ্যা নদীর মাঝপথে গিয়ে ঝাঁপ দেয়।