ডেঙ্গু আক্রান্ত অধিকাংশ রোগী ভর্তি হয়েছেন রাজধানীর বিভিন্ন হাসপাতালে। আর রাজধানীর ১৫টি সরকারি হাসপাতালের মধ্যে ৫৩ শতাংশের বেশি রোগী চিকিৎসা নিয়েছেন মিটফোর্ড হাসপাতালে। স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, রাজধানীর সরকারি ১৫টি হাসপাতালে গত ১ জানুয়ারি থেকে গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত মোট রোগী ভর্তি হয়েছেন ৬ হাজার ১৮ জন। তাঁদের মধ্যে ৩ হাজার ১৯৯ জনই ভর্তি হন মিটফোর্ড হাসপাতালে। অর্থাৎ সরকারি হাসপাতালের ৫৩ দশমিক ১৬ শতাংশ রোগী এই হাসপাতালে ভর্তি হন। গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১৭২ জন। তাঁদের মধ্যে ঢাকায় ১৩০ জন এবং বাইরে ৪২ জন। চলতি মাসের ১৮ দিনে সারা দেশে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ৩ হাজার ৩৭৭ জন। এ সময় মৃত্যু হয়েছে ১৪ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, মিটফোর্ড হাসপাতালের পর বেশি রোগী ভর্তি হয়েছে ঢাকা শিশু হাসপাতালে; ৮৩৮ জন। এর পর সম্মিলিত সামরিক হাসপাতালে ৮২৯ জন, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ৩০৮ জন, মুগদা জেনারেল হাসপাতালে ১৮৭ জন এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ১৫৯ জন। তবে ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতালের মধ্যে কামরাঙ্গীরচর ৩১ শয্যা হাসপাতালে মাত্র ৭ জন চিকিৎসা নিয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে গতকাল সোমবার ১৮ অক্টোবর পর্যন্ত মোট রোগী ভর্তি হয়েছেন ২১ হাজার ৫৭৪ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়েছেন ২০ হাজার ৬৭৬ জন। এ সময় মারা গেছেন ৮৩ জন। ডেঙ্গু আক্রান্ত মোট রোগী ভর্তি রয়েছেন ৮১৫ জন। তাঁদের মধ্যে ঢাকায় ৬৩০ জন, অন্যত্র ১৮৫ জন।