গোলাপগঞ্জে ইউনিয়ন পরিষদ নির্বাচনে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন চেয়ারম্যান ও সদস্য পদপ্রার্থীরা। গতকাল সোমবার সকাল থেকে প্রার্থীরা উপজেলা নির্বাচন অফিসে মনোনয়নপত্র জমা দেন।
বিশাল গাড়িবহর নিয়ে মনোনয়নপত্র জমা দেন উপজেলার ৪ নম্বর লক্ষ্মীপাশা ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও এবার চেয়ারম্যান প্রার্থী মাহতাব উদ্দিন জেবুল। দুপুরে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন।
এ সময় উপস্থিত ছিলেন ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী তারেক আহমদ, এম এ আহাদ, আব্দুস সামাদ দুদু, সেবুল আহমদ, মাহবুবুর রহমান, সিরাজুল ইসলাম, আকমান আলী, হাফিজ জয়নুদ্দিন, ফয়সল আহমদ, ফখরুদ্দিন ফখর, জিতু মিয়া, কামাল আহমদ, সাজু মিয়া, জামান আহমদ, সিহাবুল ইসলাম সাজু আলী হোসেন, সামাদ আহমদ প্রমুখ।