ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ‘অনেকে মন্তব্য করেন যে আমরা আওয়ামী লীগের দালালি করি। কিন্তু তাঁদের জেনে রাখা দরকার আমরা আওয়ামী লীগ বা বিএনপির দালালি করি না। বরং ইসলামের বিজয়ের জন্য রাজনীতি করি। বাংলাদেশের ওলামায়ে কেরামের প্রতি আমার অনুরোধ, আসুন ইসলামকে বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত করার আন্দোলনে সকলে ঐক্যবদ্ধ হই।’
গতকাল শনিবার চরমোনাই মাহফিলের দ্বিতীয় দিনে ওলামা-মাশায়েখ সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এসব তথা বলেন। এ সময় বক্তব্য দেন ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ প্রমুখ।