পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেনের মোবাইল ফোন নম্বর ক্লোন করে ইউপি নির্বাচনে বিভিন্ন প্রার্থীর কাছে টাকা চাওয়া হচ্ছে।
গত রোববার বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর হোসেন। তিনি জানান, আসন্ন ইউপি নির্বাচন কেন্দ্র করে কে বা কারা তাঁর ব্যবহৃত সরকারি মোবাইল ফোন নম্বরটি ক্লোন করে চলমান ইউপি নির্বাচনে অংশ নেওয়া বিভিন্ন প্রার্থীর কাছে অর্থ দাবি করছে। এ ঘটনার কয়েকটি অভিযোগ পাওয়ার পর এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানান তিনি।