পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য বলেছেন, ‘যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে। যারা শেখ হাসিনার ওপর গ্রেনেড ও বোমা হামলা চালিয়েছিল। দেশের উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে তারাই মন্দির ও বাড়িঘরে হামলা চালিয়েছে। আমাদের এই অপশক্তিকে প্রতিহত করতে হবে।’
গতকাল বৃহস্পতিবার দুপুরে মনিরামপুরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলীর নতুন কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দেশের ২৩টি পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন (জিওবি-আইডিবি) প্রকল্পের আওতায় ৩৮ লাখ টাকা ব্যয়ে উপজেলা পরিষদ চত্বরে সম্প্রতি দ্বিতল ভবনটির নির্মাণকাজ শেষ হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান, ভাইস চেয়ারম্যান কাজী জলি আকতার প্রমুখ।