হোম > ছাপা সংস্করণ

প্রার্থী বাছাইয়ে খালি রেজুলেশনে স্বাক্ষর নেওয়ার অভিযোগ

বুড়িচং প্রতিনিধি

বুড়িচংয়ের ৭ ফেব্রুয়ারি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বাছাইয়ে খালি রেজুলেশন স্বাক্ষর নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে সঠিক প্রার্থী বাছাই করা না হলে ব্রাহ্মণপাড়ার নির্বাচনের মতো বুড়িচংয়েও ভরাডুবির শঙ্কা করছেন দলের তৃণমূল নেতা-কর্মীরা।

উল্লেখ্য, অতীতের সব ইউপি নির্বাচনে আওয়ামী লীগের তৃণমূল কাউন্সিলরদের ভোটে প্রার্থী নির্ধারণ করা হলেও ব্রাহ্মণপাড়া উপজেলার ৮ ইউপিতে চতুর্থ ধাপের নির্বাচনে তা মানা হয়নি। ফলে ৮ ইউপির মধ্যে ৬ টিতেই আওয়ামী লীগ প্রার্থী পরাজিত হয়। এর মধ্যে ৩ টিতে জামানত হারিয়েছে ক্ষমতাসীন দলের প্রার্থীরা। বুড়িচংয়ের নির্বাচনেও একই আশঙ্কা করা হচ্ছে।

আওয়ামী লীগের প্রবীণ নেতা বিষ্ণু কুমার ভট্টাচার্য বলেন, অতীতের সকল নির্বাচনে ইউনিয়ন পর্যায়ের তৃণমূল কাউন্সিলরদের ভোটে প্রার্থী নির্ধারণ করা হলেও এবার ভিন্নতা দেখা গেছে। প্রার্থীর নাম ছাড়া খালি রেজুলেশনে স্বাক্ষর নেওয়া হচ্ছে। ফলে তৃণমূলের মতামত উপেক্ষা করে প্রার্থী নির্ধারিত হওয়ার আশঙ্কা রয়ে গেল। এভাবে প্রার্থী নির্ধারণ করলে নৌকার ভরাডুবির শঙ্কা থেকেই যায়।

আরেক প্রবীণ নেতা আবদুর রশিদ বলেন, ব্রাহ্মণপাড়া উপজেলার পুনরাবৃত্তি না ঘটাতে চাইলে, তৃণমূলের মতামত ও প্রবীণ-অভিজ্ঞ নেতাদের পরামর্শে প্রার্থী নির্ধারণ করতে হবে। তা ছাড়া বুড়িচং উপজেলার বিভিন্ন ইউনিয়নের কমিটিতে অযোগ্য লোকজন বসে আছে। তাঁদের না সরালে নৌকার ভরাডুবির আশঙ্কা থেকে যায়।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আখলাক হায়দার বলেন, প্রার্থী নির্ধারণের লক্ষ্যে প্রত্যেক ইউপিতে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ওই সভায় তৃণমূলের নেতা-কর্মীদের মতামতের পরিপ্রেক্ষিতে তালিকা তৈরি করা হচ্ছে।

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সাংসদ ও বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবুল হাসেম খান আজকের পত্রিকাকে বলেন, উপজেলার ৯ ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেতে শতাধিক নেতা আগ্রহ প্রকাশ করেছেন। যাচাই-বাছাই করে জনপ্রিয় ও ত্যাগী নেতাদের তালিকা কেন্দ্রে মনোনয়ন বোর্ডের কাছে পাঠানো হবে। যাঁরা বিদ্রোহী হয়ে নির্বাচনে অংশ নেবেন, তাঁরা আর আওয়ামী লীগ করার সুযোগ পাবেন না। তাঁদের দল থেকে বহিষ্কার করা হবে।

বুড়িচং উপজেলা নির্বাচন কর্মকর্তা বুলবুল আহমেদ আজকের পত্রিকাকে বলেন, আগামী ১২ জানুয়ারি পর্যন্ত প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে পারবেন। মনোনয়ন যাচাই-বাছাই হবে ১৫ জানুয়ারি।

এ ছাড়া প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ জানুয়ারি। আগামী ৭ ফেব্রুয়ারি বুড়িচং উপজেলার রাজাপুর, বাকশীমূল, বুড়িচং সদর, ষোলনল, পীরযাত্রাপুর, ময়নামতি, মোকাম, ভারেল্লা উত্তর ও ভারেল্লা দক্ষিণ ইউপিতে ভোট গ্রহণ হবে। এদিকে নির্বাচনের সব প্রস্তুতি নেওয়া হচ্ছে, ইতিমধ্যে ৯ ইউপির ১০৩টি কেন্দ্রে ভোট গ্রহণের জন্য প্রস্তুত করা হচ্ছে। সুষ্ঠু নির্বাচন করার লক্ষ্যে জেলা, উপজেলা ও পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ