হোম > ছাপা সংস্করণ

আসামিকে নদীতে ফেলে হত্যার অভিযোগ

নরসিংদী প্রতিনিধি

নরসিংদী সদর উপজেলায় পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর এক আসামির মৃত্যু হয়েছে। পুলিশ বলছে, হাতকড়া পরা অবস্থায় পুলিশের কাছ থেকে পালানোর সময় নদীতে পড়ে তাঁর মৃত্যু হয়েছে। কিন্তু পরিবারের অভিযোগ, পিটিয়ে জখম করার পর নদীতে ফেলে দিয়ে তাঁকে হত্যা করা হয়েছে।

মারা যাওয়া ওই আসামির নাম সুজন দাস (২৬)। তিনি সদর উপজেলার হাজীপুর এলাকার অজিত দাসের ছেলে।

পুলিশ সূত্র জানায়, সুজন দাসের বিরুদ্ধে চুরি, ডাকাতি, ছিনতাই, মাদকসহ বিভিন্ন অভিযোগে ১০টির বেশি মামলা রয়েছে। এর মধ্যে তিনটি মামলায় তাঁর সাজা হয়েছে। পুলিশ তাঁকে গ্রেপ্তারের চেষ্টা করছিল। গতকাল মঙ্গলবার সকালে গোপন তথ্যের ভিত্তিতে তাঁর অবস্থান নিশ্চিত হয়ে শহরতলির হাজিপুর এলাকার একটি চানাচুর কারখানায় অভিযান চালায় সদর মডেল থানার পুলিশ। সেখান থেকে তাঁকে গ্রেপ্তার করে এক হাতে হাতকড়া লাগানোর সঙ্গে সঙ্গে তিনি পকেট থেকে ছুরি বের করে দায়িত্বরত পুলিশকে আঘাত করেন। এরপর পালানোর জন্য পাশের হাড়িধোয়া নদীতে ঝাঁপ দেন এবং নদী পার হওয়ার সময় মাঝ নদীতে আটকে যান। পরে পুলিশ নদী থেকে তাঁর লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়।

তবে নিহত ব্যক্তির পরিবারের সদস্যদের অভিযোগ পুলিশ ও চানাচুর ফ্যাক্টরির শ্রমিকেরা মিলে তাঁকে পিটিয়ে আহত করে নদীতে ফেলে হত্যা করেছে। সুজনের মা অজান্তা সাহা ও বোন পিংকি সাহা বলেন, শহরের ব্রাহ্মন্দী এলাকা থেকে সুজনকে গ্রেপ্তার করে হাজিপুর এলাকায় নিয়ে যায় পুলিশ। সেখানে পূর্বশত্রুতার জের ধরে একটি চানাচুর ফ্যাক্টরির শ্রমিকেরা পুলিশের সহযোগিতায় তাঁকে পিটিয়ে হত্যা করে নদীতে ফেলে দেয়। তাঁরা এই হত্যার বিচার চান।

তবে এ অভিযোগ অস্বীকার করে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান আজকের পত্রিকাকে বলেন, গ্রেপ্তারের সময় আসামি সুজন দাসের ছুরিকাঘাতে একজন উপপরিদর্শক ও একজন কনস্টেবল আহত হয়েছেন। পালানোর সময় নদীর মাঝখানে কোনো কিছুতে আটকা পড়ে তাঁর মৃত্যু হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ