কক্সবাজারের টেকনাফে বন্য হাতির আক্রমণে শিফা (১৮) নামের এক তরুণীর মৃত্যু হয়েছে। গত বুধবার দিবাগত রাতে বাহারছড়া ইউনিয়নের চৌকিদারপাড়া শীলছড়ি পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
শিফা বাহারছড়া মদিনাতুল উলম দাখিল মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন। তিন দিন পর পার্শ্ববর্তী গ্রামের এক তরুণের সঙ্গে তাঁর বিয়ের দিন ধার্য ছিল।
স্থানীয় বাসিন্দা ও বন বিভাগ কর্মকর্তারা জানান, গত বুধবার দিবাগত রাতে একদল বন্য হাতি খাদ্যের সন্ধানে লোকালয়ে আসে। এ পালের একটি হাতি ঘর ভেঙে ঘুমন্ত এক তরুণীকে আক্রমণ করে। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
শিলখালী রেঞ্জের বন কর্মকর্তা মোহাম্মদ হাসান বলেন, নিয়মিত হাতির পাল লোকালয়ে খাদ্যের সন্ধানে ছুটে আসে। লোকজন উত্তেজিত না করলে হাতি আবার বনে ফিরে যায়।
উল্লেখ, শিফার বাবা ৫ বছর আগে মারা যান। আর তাঁর মা মনোয়ারা বেগম এখন মানসিক ভারসাম্যহীন।