হোম > ছাপা সংস্করণ

৭ মাস পর ভাসানচরে ফের রোহিঙ্গা স্থানান্তর শুরু

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি  

দীর্ঘ সাত মাস বন্ধ থাকার পর আবারও কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে নোয়াখালীর ভাসানচরে রোহিঙ্গাদের স্থানান্তর প্রক্রিয়া শুরু হয়েছে। গতকাল বুধবার বিকেল পর্যন্ত সপ্তম ধাপে ভাসানচর যেতে উখিয়া থেকে চট্টগ্রামের উদ্দেশে দুটি বাসে রওনা দিয়েছেন ১৬৮টি পরিবারের ৩৭৯ জন রোহিঙ্গা সদস্য।

জানা গেছে, উখিয়া কলেজে স্থাপিত অস্থায়ী ট্রানজিট পয়েন্ট থেকে সকালে সাতটি বাসে ১২৬ পরিবারের ২৫৭ রোহিঙ্গা নিয়ে যাত্রা শুরু করে প্রথম বাস। পরে বিকেলে দ্বিতীয় বহরে চারটি বাসে রওনা দেন ৪২ পরিবারের ১২২ রোহিঙ্গা সদস্য।

এর আগে উখিয়া কলেজ মাঠে গত মঙ্গলবার দুপুর থেকে জড়ো হতে শুরু করে স্বেচ্ছায় ভাসানচর যেতে ইচ্ছুক উখিয়া-টেকনাফের ৩৪টি ক্যাম্প থেকে আসা রোহিঙ্গারা।

রোহিঙ্গা স্থানান্তর কার্যক্রম পরিচালনায় দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক কর্মকর্তা বলেন, রাতে রোহিঙ্গাদের চট্টগ্রামে বিএএফ শাহীন কলেজের অস্থায়ী ট্রানজিট ক্যাম্পে রাখা হবে। আজ বৃহস্পতিবার চট্টগ্রাম থেকে তাদের নৌবাহিনীর ব্যবস্থাপনায় ভাসানচরে পৌঁছানোর কথা রয়েছে।

কক্সবাজার ত্রাণ ও রোহিঙ্গা প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) শাহ রেজওয়ান হায়াত বলেন, ক্যাম্পে আশ্রয়ে থাকা রোহিঙ্গা সদস্যদের মধ্যে এক লাখ রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করার সরকারি পরিকল্পনা রয়েছে। সে অনুযায়ী আবারও এ কার্যক্রম শুরু হয়েছে।

গত বছরের ডিসেম্বর থেকে মার্চের শেষ দিন পর্যন্ত ছয় দফায় প্রায় ১৮ হাজার ৫০০ রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ