হোম > ছাপা সংস্করণ

‘করোনায়ও উন্নয়ন অব্যাহত রয়েছে’

চারঘাট প্রতিনিধি

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, ‘করোনা পরিস্থিতিতে গোটা পৃথিবীই কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। তবে সরকারের দূরদর্শিতা ও বিচক্ষণতায় এ রকম একটা পরিস্থিতিতেও আমাদের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রয়েছে।’ গত বৃহস্পতিবার দিনব্যাপী চারঘাট উপজেলার বিভিন্ন উন্নয়নকাজ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, কোভিড পরিস্থিতি সামাল দেওয়ার সঙ্গে সঙ্গে উন্নয়নকাজগুলো সঠিকভাবে বাস্তবায়ন করতে বর্তমান সরকার দৃঢ় প্রতিজ্ঞ। আমাদের অত্যন্ত গুরুত্বের সঙ্গে সঠিক পরিকল্পনায় বর্তমান উন্নয়নকাজগুলো করতে হবে। এ জন্য প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব বুঝে সঠিকভাবে কাজ করতে হবে। এ সময় তিনি সবার সহযোগিতা কামনা করেন।

বৃহস্পতিবার দিনের প্রথম ভাগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী চারঘাট উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নতুন অফিস ও মেরামাতপুর এরশাদ আলী উচ্চ বিদ্যালয়ের দ্বিতল ভবনের উদ্বোধন করেন। দ্বিতীয় ভাগে চারঘাট মহিলা ডিগ্রি কলেজের একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন ও মাড়িয়া উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন করেন। এ ছাড়াও চারঘাট পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি।

এ সময় অন্যদের মধ্য উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা সামিরা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, পৌর মেয়র একরামুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম প্রমুখ।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ