বিশ্বনাথ পৌর আওয়ামী লীগের নবগঠিত আহ্বায়ক কমিটি গত বৃহস্পতিবার রাতে মতবিনিময় সভা করেছে। বিআরডিবি মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন আহ্বায়ক আব্দুল জলিল জালাল। সভা পরিচালনা করেন যুগ্ম আহ্বায়ক আলতাব হোসেন। সভায় আগামীকাল রোববার দুপুর ২টার দিকে বর্ণাঢ্য স্বাগত মিছিলের করার সিদ্ধান্ত হয়।
এ সময় স্বাগত মিছিলে আওয়ামী পরিবারের সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানান আহ্বায়ক আব্দুল জলিল জালাল। এ ছাড়া সভায় কমিটির জাঁকজমকপূর্ণ অভিষেক অনুষ্ঠান ও মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদ্যাপনে কর্মসূচিও হাতে নেওয়া হয়।
সভায় যুগ্ম আহ্বায়ক মহব্বত আলী জাহান শুভেচ্ছা বক্তব্য দেন। মতবিনিময় সভায় অংশ নেন নবগঠিত কমিটির সদস্য আব্দুর রহিম মেম্বার, আব্দুর রব, আব্দাল মিয়া, রফিক হাসান, মাসুদ আহমদ, রফিক আলী, জহুর আলী মেম্বার, আব্দুল তাহিদ, গিয়াস উদ্দিন, আব্দুল হক, মাস্টার আব্দুল খালিক, নুরশেদ মিয়া, শানুর আহমদ, আব্দুস সালাম, মুজিবুর রহমান, ইয়াছিন আলী, রহমত আলী, শংকর দাশ শংকু, জামাল আহমদ, আশিক আলী, আব্দুল হাই আবুল, মনোহর হোসেন মুন্না, সুহেল তালুকদার, নুরুল ইসলাম, মোতাহির আলী নেওয়ার, আব্দুল ওদুদ, তাজুল খান, গোলাম মোস্তফা হেলাল, শাইস্তা মিয়া, বারাম উদ্দিন, রাজু আহমদ খান, জাবেদ আহমদ, নিম্বর আলী, ওমর খান বাবু, দবির মিয়া, এমদাদ হোসেন নাঈম, মুজিবুর রহমান খান, শামসুল ইসলাম বাবুল, সাইদুল ইসলাম, আজব আলী, আজিজুর রহমান বাবুল, মাসুক মিয়া, আকদ্দুছ আলী, শামীম আহমদ, বিভাস কুমার পাল, আব্দুল হালিম মাছুম, সুন্দর আলী রুহুল, আব্দুর রব, মো. আজাদ আহমদ, আমির আলী, লিকসন আহমদ ও শামীম আহমদ।